আমাকে প্রবুদ্ধ করেছে কিছু ইতিহাস।
আমাকে সক্রিয় করেছে কিছু সর্বনাশ।
শত যাতনা শত ভর্ৎসনা করতে পারেনি গ্রাস।
আমাকে উদ্ভট করতে পারেনি দুঃখ।
কিছু লক্ষ কিছু স্বপ্ন করেছে জীবন রুক্ষ।
ক্ষীণ আলোতেও নদীর স্রোতের মতো
প্রবহমান কেটে যায় সময়
আমি যা-কিছুতেই থাকি না কেন তন্ময়,
আমি আমি-ই রয়ে যাই দিন শেষে,
আদৌ রমণীর মেকী প্রণয় মিথ্যে আশ্বাস
পারেনি জমাতে মেঘ হৃদয় আকাশে।
কারণ! আজও কোনো ললনার প্রেমে ডুবিনি
ভালোবাসার সময় আমার হয়েই ওঠেনি।