হে প্রভু পাপ করেছি,ডুব দিয়েছি পাপেরই সাগরে
আলোরই পথ ছেড়ে,চলেছি পথ অন্ধকারে।২বার।
করেছি জুলুম তোমায় ভুলে,
তোমারই ভয়ে আবারও এসেছিগো ফিরে।
দয়া করে হে দয়াময়,করি এই বিনয়,
দাও করে মার্জনা,জীবনের সকল গোনাহ।
হে প্রভু পাপ করেছি,ডুব দিয়েছি পাপেরই সাগরে
আলোরই পথ ছেড়ে,চলেছি পথ অন্ধকারে।
পাপী বলে ডেকো না রোজ হাশরে
ওগো দয়াবান রহিমও রহমান,তোমার রহম ছায়ায় রেখোগো আমারে।
তুমি বিনা কে করে মার্জনা,জীবনের সর্ব পাপ।
সহনের নেই ক্ষমতা দোজখেরই পাবকের তাপ।
তাইতো মাবুদ এসেছি ফিরে, তোমারই ভয়ে তুলেছি হাত
অবুঝ হীনবল বান্দারে দাওগো করে মাপ।
তোমার অবাধ্য হয়ে,আলোরই পথ ছেড়ে,চলেছি পথ অন্ধকারে।
তোমারই ভয়ে আবারও এসেছিগো ফিরে।
মাবুদ আবারও এসেছি ফিরে
যুগল চোখের অশ্রু ফেলে,হীনবল মিথুন হাত তুলে
চাইছি ক্ষমা তোমারি দরবার।
দাও করে দূর,মনের কৃষ্ণ-কালো অন্ধকার।
সহনের নেই ক্ষমতা দোজখেরই পাবকের তাপ।
তাইতো মাবুদ এসেছি ফিরে, তোমারই ভয়ে তুলেছি হাত
অবুঝ হীনবল বান্দারে দাওগো করে মাপ।
দাও ওগো প্রভু, দাও করে মাপ,জীবনে করেছি যত পাপ।
হে প্রভু পাপ করেছি,ডুব দিয়েছি পাপেরই সাগরে
আলোরই পথ ছেড়ে,চলেছি পথ অন্ধকারে।
করেছি জুলুম তোমায় ভুলে,তোমারই ভয়ে আবারও এসেছিগো ফিরে।