আমি অসহায় তাই - রে
শূন্য হাতে আসলাম কবর
সঙ্গে কেহ নাই - রে।
করতাম কত বাহাদুরি
দুনিয়াতে থাকতে আমি
ছিল হাজার অনুচারী
ছিল শতক একর ভূমি।
ছিল বাড়ি টাকা কতই
আজ যে আমার নাইরে কিছুই,
আমি অসহায় তাই - রে
শূন্য হাতে আসলাম কবর
সঙ্গে কেহ নাই - রে
রঙিন দুনিয়ার সব ছাড়িয়া
আসলাম আমি কবরে
একলা ভীষণ আঁধারে
,সঙ্গে কেহ নাই - রে
সঙ্গে কেহ নাই।
ছিল বড় দালান ঘর
দামী পোশাক মনোহর।
আমার ভয়ে কাঁপত নগর,
করত লোকে কতই কদর।
আজ যে আমি সব ছাড়িয়া অন্ধকার এক পুরে
আমি অসহায় তাই - রে
শূন্য হাতে আসলাম কবর
সঙ্গে কেহ নাই - রে।