সারা বেলা করি খেলা,
এখানে,ওখানে,সেখানে যাই,
জমে যেথায়,রঙের মেলা।
আমি একটু ওরকমি।
পায়ে ধাবাই,কাঁপাই ভুমি।
সন্ধ্যা হলে,নদীর কোলে
ভাসাই তরী।
সুতা টেনে,আকাশ পানে
উড়াই ঘুড়ি।
সময় পেলে,যাই চলে, টিউবওয়েলে
খাই গিলে,পানি,ভাত
চক্ষু বোজে,দশটা বেজে
ঘুমাই যে ভাই রাত।