রাখিও মোরে হৃদয় গভীরে।
মহী ছাড়ি,হেথায় যদি দিই পারি
তব ভুলিও না এ অভাগারে।
আমারে রাখিও মনে, খুব যতনে পরানের গহীনে।
আঁধারে ভুবনে খুঁজিও নীলে আসমানে।
আমার স্মৃতি রাখিও স্বরণে।
রেখে যাব হাজার স্মৃথি মোর ভুবনে।
সব ছেড়ে,বহূদূরে যেদিন আর
আসবোনা ফিরে।
সুদূরে, সাধের চড়ে কাশবনে,
দর্শনার্থীর ভীরে,কিংবা মেঘনা নদীর তীরে,
জোছনা ভরা রাতে,স্নিগ্ধ প্রভাতে।
সেদিন আসবো না আর ফিরে।
যেওনা ভুলে মোরে,রাখিও হৃদয় গভীরে।
হঠাৎ যেদিন যাব চলিয়া,
কাউরে কিছু না বলিয়া চিরতরে,
রাখিও মোরে স্বরণে,খুব যতনে পরানের গহীনে।