মেঘ আড়ালে,যাব চলে
দেব সেথায় পাড়ি।
তোমার সাথে আড়ি মা-গো
লাগবেনা আর গাড়ি।
চিলের ডানায় ভর করে মন
উড়ব আকাশ তরে।
সারাবেলা ঘুরে গগন
প্রাণটা যাবে জুড়ে।
শূন্য মাঝে ভর করে মন
দেখব জগৎ ঘুরে।
হোকনা রাত,কিংবা প্রভাত
ফিরবো না আর ঘরে।
বড্ড সুমিত তুমি যে মা
খেলনা গাড়ি,মাটির পুমা।
দিলেনা আর কিনে।
সন্ধ্যা-দুপুর খুঁজবে আমায়
ডাকবে রাত্রি দিনে।