চিত্রবত আস্য ফ্যাকাশে আমার হল কৃষ্ণ।
দ্বেষ-বিদ্বেষ আর তেতো স্বাদ, টুটছে সহিষ্ণুতার বাঁধ
কে-বা শুনে মোর অন্তর্নিহিত প্রচ্ছন্ন রূঢ় ক্ষুব্ধ ক্রুদ্ধ নাদ,
লোকের দৃষ্টিগোচরে সুখের অভিনয়ে চলা,
সদম্ভে কথা বলা এইতো আমি আছি বেশ,
অন্তর যে অগ্নিদগ্ধে ভস্ম হলো নিঃশেষ।
কে-বা করে আঁচ মর্মে অনলে পুড়া গন্গনে দাউদাউ শব্দ।
কে-বা জানে চিত্ত আমার গম্ভীর সতৃষ্ণ।
বাহ্যিক সুখে সুখ যে নয়,হৃদয় প্রশান্তিতেই সুখী হয়
যদি ভেতরে হৃদয় গভীরে বিদ্বিষ্ট বিষদিগ্ধ
শূল বিঁধে তবে সব সুখই শূণ্য।