হারিয়ে গেলো পোষা শালিক।
খোঁজতে বেরোলো পাড়ায় মালিক।
মাঠে ঘাটে,প্রাণপণে ছুটে,
দেখলো ঘুরে সব বাড়িতে
কোথাও যে তার দেখা নাই
ঘুরতে ঘুরতে মালিক যে তাই
হাস্যহীন বাড়িতে যায়।
কেউ দেখেছে বাঁশ ঝাড়ে
কেউ বা কারো ঘরে
কেউ বলে শস্য ক্ষেতে
কেউবা খালের তীরে।
আবারও গেলো,খুঁজতে মালিক
কোথাও পেলোনা ঘুরে।
শালিক তাহার গেলো উড়ে
মুক্ত পাখির ভীরে।