দেহে পাপের রক্ত,পাপের গোস্ত,পাপের শুক্র,
নিশ্বাসজুড়ে পাপ,পাপের গন্ধ বইছে বাতাসে
শিরা-উপশিরায় প্রবাহমান বইছে পাপের ঢুঢু প্রবাহিণী।
আমাদের পাপের হিমালয়ে
ক্রমাগত জন্ম নিচ্ছে বিষধর্মী ফণী।

আমরা পাপের সাগরে তরঙ্গের সাথে অনুসঙ্গী হয়ে চলি।
অহরহ মিথ্যে গল্প নিত্যই সসুন্দর করে বানিয়ে বলি।

আমরা পাপী,বিপত্তিতেই খোদার নাম জপি।
লোভ-লালসার  রসাতলে অবিচল ডুবি।
আমাদের বাহাদুরি,এক প্রকাণ্ড পাহাড়ী,

দ্বেষ-পরহিংসায় ভরা আমাদের এই জীবন।
নিত্যই ঠেলছি নরকে করে শয়তানেরে আপন।