আপনার চুলগুলি যে পুরোপুরি কাশফুল।
আর আপনার সাদা শরীরে শ্বেত বস্ত্র রমনীয় যেন সাদা গোলাপ চাড়ার মতো প্রসিদ্ধ।
কিছু মনে করবেন না-"আপনার সৌন্দর্যে প্রকৃতি ও যেন লুব্ধ।
আপনি যাবেন কোথায়,এই প্রশান্ত সন্ধ্যায়?
মোহিনী মায়ায় সেজে,এলেন কার খোঁজে?
বুঝি'জান্নাত চৌধুরী? ওনার বাড়ি এদিকে নয়
ও-ই যে,দেখা যায়, ও-ই পাড়ায়।
গিয়ে জিজ্ঞেস করলেই হয়। গিরিদ্বারে যিনি রইলেন পাহারায়।
সে বাড়ীর সব আমি ভালো করেই জানি।
আরে,কি বলেন! আপনি যে বিদেশিনী
না-হয় এগিয়েই দিলাম -"আগুন্তক ইন্দ্রানী!
চলুন তবে আপনাকে এগিয়ে দেই
আপনার নাম বুঝি খুশি!
তাইতো, লাল গোলাপ যেন ফুটিয়েছে আপনার রাঙা ঠোঁটের কোণের বিচিত্র হাসি।
অন্ধকার ঘন হয়ে আসছে তবে
এখানে অপহারক,দস্যুর কোনো ভীতি নেই।
আপনি নিশ্চয়ই খুব কৃতবিদ্য এবং সর্বদা দেশের বাহিরেই থাকেন?
ও,আচ্ছা! দেশে এসেই আপনি বেড়াতে গ্রামে এলেন!
যা-ই হোক! এই যে,এটাই ওনার বাড়ি,গৃহে প্রবেশ করেন।