শয়তানের ষড়যন্ত্রের বাউন্সারে
যদি আউট হয়ে পড়ো।
যদি অপুণ্যের অন্যায় নেশায়
মাতাল হয়ে অতিরেক পাপ করো।
যদি লোভের সোসর ধ্বংসাত্মকে
পা-দিয়ে হও আরো লোভাতুর।
মহীর মোহান্ধতায় পড়ে,
জীবন তোমার হয় যদি খুব ঘোর।
যদি নিরালোক কালো জঞ্জালে পা-ফেলে,
নম্রতায় কুড়ুল মেরে,
পাপ করো বেশি আরো।
তবে নিরাশ না হয়ে প্রভুর দরবারে,
দুটি হাত দাও বাড়িয়ে।
জীবনের কদর্য বর্ত্ম,সমস্ত ডারা দিয়ে,
পাপের রাস্তা ব্লক করে সবিনয়ে।
মহান যিনি, অন্তর্যামী।
হও তাঁর অনুগামী
নিশ্চয়ই পাবে মার্জনা,
যদি ক্ষমার মতো চাও ক্ষমা।