নিখোঁজ হতে এসেছি আমি।
একদিন শব্দহীন দৃষ্টিহীন হয়ে
কোনো অজানায় ঠিক হারিয়ে যাবো।
একদিন অনুবল খোয়ান হয়ে,
পাণ্ডুর নীরক্ত দেহটি ক্ষয়ে
মৃত্তিকায় সংকর হবো।
যাবতীয় হস্তাক্ষর,সারাজীবনের পুঞ্জীভূত কদর
কারদানি,জমি,টাকা-কড়ি, বাড়ি-গাড়ি,নারী সমস্ত
ছেড়ে, এই ধরণী তরে অনুদ্ভূত অস্তিত্বহীন হব আমি।
একদিন মৃত্যুর কাছে বশ্যতা স্বীকার করে,
জানাব এক অদৃশ্য সম্মতি।
একদিন পৃথিবীর মাটির সাথে বন্ধুত্ব হবে আমার।
সে যেমন তেমন বন্ধুত্ব নয়,মাটির কষ্টে ভাগ বসাতে
আমিও হব দেশের মাটি।
একদিন কোনো গোরস্থানের মাটিতে
আমার গন্ধ পাবে তুমি।
তখন সবে বলবে দেখ এটা আমাদের জন্মভূমি।