হঠাৎ কালো হঠাৎ আলো
ধমকা হাওয়ায় উড়ছে ধুলো।
রুক্ষ চুলে বাতাস খেলে
আলোর ছায়া কর্ণ-দুলে
ওই-তো দেখি নামলো পরী
ইচ্ছে করে হাতটা ধরি
শহর তাদের ঘুরি
তাদের মতোই উড়ি।
দেখি চেয়ে শিমুল ডালে
রাত্রি একা নিশি
বাতাস এসে বাজায় বাঁশি
হঠাৎ করেই চড়ল শশী
নয় সে পরী,নয় সে হুরি
নই যে কানের দুল
এযে শিমুল গাছের ফুল
মস্ত মনের ভুল।