গল্প বলে,সব বিপলে
লক্ষি ছেলে ঘুমায়নি।
মাথা রেখে,মায়ের বুকে,
চক্ষু যে তার মুদেনি।
খোকা ফিরে তাকায় ঘুরে।
মায়ের দিকে মুখটি করে।
মাগো তুমি কেন আমারে
এত ভালোবাসো?
আমার ব্যাথায় কাঁদো তুমি
আমার সুখে হাসো?
তোমার কাছে আমি,
হীরা-মনি,তার চেয়ে দামী
অমূল্য এক রতন?
প্রিয় তমা,তোমায় যে মা
হৃদয় ঘরে,খুব গভীরে
রেখেছি খুব যতন।
লক্ষি সোনা,চাঁদের ক্ষণা।
কলিজা আমার খোকন।
বড় হলে, আমার ছেলে
বড় কিছু হবে।
জজ,ব্যারিস্টার,
পাইলট ডাক্তার
দেখবে তখন সবে।