খোকন,খোকন,ছোট্ট ময়না
এমন করে  হাঁকে?
ও-ই যে গগন হাসছে তোমার
এমন কাঁদন দেখে।

এ-ই তো খোকন নতুন চোখে
দেখবে জগতটাকে।
কোলে থেকে হাসবে খেলবে
কাঁদবে, দিবালোকে।

মায়ের বুকের দুধ খেয়ে
বড় হবে যখন।
বিদ্যা শিখে,চাঁদের দেশে
যাবে আমার খোকন।

বাকি অংশ পরবর্তীতে দেওয়া হবে.......