ওরে খোকন,ঘুমা এখন,
সকাল হলে,কপাট খোলে,
দেখবি গগন।
থাক না চুপ,রাত হলো খুব।
দিনের আলোয়, ঘুরবি ভুবন।
পুকুর ঘাটে, কচুরিপানা।
গিলবে খাবার,হাঁসের ছানা।
খেলবে ঘাটে, মাছের পোনা।
দেখবি যে সব,নেইকো মানা।
ফুল তুলবি,গাঁথবি মালা।
দেখবি কত, নদী-নালা।
কোথাও আবার, বসবে মেলা,
রঙে রঙে, হবে মলা।
খুব হয়েছে,রাত্রি নিঝুম।
দিনের বেলায়,ঘুরবি পাড়ায়,
দেখবি হরেক,কানন কুসুম।