জলের তলে পড়সী মাঠ
মাছেরা করছে নীরে নাট
ঝমঝমাট জালের হাট।
জাল এনে রাত্রি দিনে
ধরছে হরেক মাছ।
আনমনে করছে খেলা
যাচ্ছে বেলা, জলে ভেসে হাঁস।
নৌকা দিয়ে, বিলে গিয়ে
কাটছে গরুর ঘাস।
পানি ভেঙে যাচ্ছে বাড়ি,নেই গাড়ি
ভিজচ্ছে লোকের শাট।
ছুটছে ভিজে, গাছের খোঁজে, দরকার আছে
কদম,কাঁঠাল, শিমুল,বাটুলের কাঠ।