ভাস্বর জীবন কারোরই থাকেনা গড়া।
সুষ্ঠু প্রচেষ্টায় গড়ে নিতে হয়।
নিজেকে দীপ্ত করতে হেটেছি কত পথ।
কতবার হয়েছি পতিত নিষ্প্রভ ভয়াল রন্ধ্রে।
এখনো চলার পথেই হেটে যাই রোজ।
আশ্বাস ভরা মরা বুকের বৃক্ষের পাতা,
ফিরে পাবে তার সজীবতা
জীবন একদিন হবে ঠিকই প্রভাময়।