সেকালে যেটা অতীব ছিল সখ
একালে এসে সেটা দাঁড় করেছে মহা কণ্টক।
যে স্বপ্ন উছলে ছিল মনে,
স্বপ্ন সেটা ধূয়ার মতো খোয়ালো গগনে।
যে ফুল ফুটার ছিল কথা,এখন ঝড়ে গেছে সে বুটা।
স্বভাব পাল্টে যেটা ডানপন্হী,সেটা ছিল আগে নেটা।
স্কুলে প্রাইমারিতে,ছাত্র-ছাত্রী যখন এক সাথে ফিতে,
শিক্ষক তখন চেয়েছিলেন জানতে, সবার ইচ্ছা,
বড় হয়ে কে কি হবে।
যার যার মতো করে,উত্তর দিল সবে।
আমি বলেছিলাম হব কৌঁসুলি।
অনেকেই যা বলেছিল হবে,তা হতে পারেনি..
ইচ্ছা ছিল ডাক্তার হবে,প্রাথমিকের সেই ছোট্ট তুলি।
ইচ্ছার বিরুদ্ধে হলো সে সংসারী।
আমার ইচ্ছা নিজে থেকেই পাল্টে
হঠাৎ প্রকৃতির প্রেমে পড়ি,
লেখা-লেখির হাত ধরি।