আমি ফুল তুলি ফুলের ভ্রমরা।
ফুল বনে মনোমোহকর ঘ্রাণে হই দিশাহারা।
আমার হাতে রোজ প্রভাতে ফুল নিবে যারা..
একরাশ ভালোবাসায় মুগ্ধতা পাবে তারা।
ফুলকে বড় সমীহ করি,
উপরে শূণ্য আকাশে রঙবেরঙের উড়ন্ত ঘুড়ি।
ভূতলে ফুলবাগানে রই বসে ফুলের পাশে
এইতো মোর স্বপ্নপুরী।