আকাশকে নুয়ে থাকতে দেখেছি,
     দৃষ্টির শেষ সীমানায়।
   রক্তিম হয়ে নেমে এলো যেন
        সায়াহ্নের আভায়।

    এইতো আকাশ আমার দৃষ্টিগোচরে।
   এইতো আকাশ অপেক্ষায় আমার
       ছুটে যায় মন তার তীরে।

    রাত্তিরে সুখ তারার ভীরে
   হারিয়ে যায় মন বহুদূরে
   মাঝে মাঝে দিবালোকে
    ছুটে যাই দিকবিদিকে
      দূরে,রোদ দুপুরে
   রই বসে,কৃষ্ণচূড়ার পাশে,
      অনুর্বর দুর্বাঘাসে

   কৃষ্ণচূড়া ফুলে, সূর্যের আলো খেলে।
   পাখিরা মিলে, যায় উড়ে আকাশের নীলে।
   আগ্রহী মিথুন চোখে তাকাই,কৃষ্ণচূড়ার লালে।