সিগারেট টেনে বারংবার, করছে ধূমোদগার।
উদ্বিগ্ন হয়ে বললাম,এই যে চাচা
এভাবে সিগারেট টানছেন যে?টানছি আমার বুঝে,
বরদাস্ত না হলে যাও তুমি দূরে,
এই ধূয়ার সাথে উড়ছে আমার দুঃখ
সিগারেট পুরিয়ে মর্মে উদ্গত চিন্তা যাচ্ছে ক্ষয়ে
পুরোপুরি যেদিন ভাঙা হৃদয়ের ক্লেশ হবে ক্ষয়প্রাপ্ত
শেষ নিষ্পত্তিতে হব লুপ্ত,
যেদিন জীবনের শেষ দিনটিও হবে সাবাড়
সেদিন ছেড়ে দেব ব্যসন,ধূমপান করব পরিহার।
বুঝেছি চাচা,আপনার ঝিকুট নয় সাঁচা,আপনি তাতে অভ্যস্ত।
অভ্যস্ত কি আর হইলাম সাধে,?বুকের মধ্যে বিষের শূল আছে বিঁধে।
এই ধূমোদ্গার,দূর করছে মনের অন্ধকার।