নিগূঢ় তিমিরে,তুষার পড়ে,
জানলা কপাট বন্দ করে,

ঘুম যে দেব খুব।
চুপরে খোকন চুপ
ভাসছে বাতাসে ধূপ।

তপস্বী,সৌর,শশী,
ঘুমিয়ে সবাই,এলাকাবাসী।
অন্ধকারে,দেখনা ঘরে,

কার দেখা যায় ছায়া,
ই-য়া বড়  তার পায়া,
ভয়াল জ্বীনের রূপ
চুপরে খোকন চুপ।