এইতো সময় পড়তে বসার।
ঘোমরো করে নামলো আধার।

রূপঝোপ বৃষ্টি পড়ে,
পুকুর জলে,টিনের চালে।
নিশ্চুপ একলা ঘরে।
উপন্যাসের বইটি খুলে,
হারাই নতুন রাজ্যে

দিলাম কাঁথা গায়ে এখন।
স্যাঁতসেঁতে এই ঠান্ডা পবন,
হাল্কা করে শীত-যে!

জানলা-কপাট বন্দ করে,
সবাই কেমন চুপটি মেরে,
উঠলো আকাশ গর্জে।

বাকি অংশ পরবর্তীতে দেওয়া হবে........