বৃষ্টি পড়ছে
শব্দ করছে
ঝিরঝিরে,টিনের ঘরে
রোদহীন দুপুরে।
শান্ত-মধুর ঐকতানে
অবিরাম পড়ছে ওঠোনে।
খাত-ডোবায়,আম পাতায়
পড়ছে আরো,কুমড়ো লতায়
পড়ছে কারোর,জামায়-মাথায়
শরীর করছে হিম,
পড়ছে খালে,টিনের চালে
একনাগাড়ে,বাজছে সুরে, রিমঝিম