খাবি- দাবি,দেখবি টিভি,
এই কি তোর কাজ?
এদিক ওদিক
চৌদিক যাবি,
সারাদিন গুনগুনাবি,
পড়ার বদল গান বাজাবি,
নেই কি তোর লাজ?

আলসে ছেলে,
খেলে-ধুলে
সময় করিস খুন।
মাধ্যমিকে,ভালো লিখে
আদৃত হলো,বৃত্তি পেলো
তোর ছোট্ট বোন।

বকিতো তোকে রোজ,
হবে আর কবে বোঝ?

এত বলি,তোর যায়না কানে।
রইলি বসে,রাজার বেসে,
বুঝবি শেষে,শিক্ষার মানে।