ওই আরবে উঠলেন রবি,বিশ্ব করে আলো
তিনি হলেন প্রিয় নবী,আগমনে যার দামী মরুর ধুলো।
যার আগমনে,এই ভুবনে এলো নেমে খুশির জোয়ার
আল্লাহর প্রিয় রাসুল তিনি,সবচেয়ে উদার।
গগন,ভুবন শশী,আজ মুমিন বিশ্ববাসী,
খুশি হয়ে,অন্তর প্রদেশ গুলজার।
১২ই রবিউলে, এলেন নবী ধরণী কোলে
বাতাস এসে দেয় বলে আনন্দ সমাচার।
মায়ার নবী,নূরের নবী,আগমনে যার ঝলমলে পৃথিবী।
এলেন নিয়ে যিনি অলঘ-শুচি গ্রন্থ কুরআন।
বন্ধু বলে ডেকে,স্বয়ং আল্লা তাঁকে,দিলেন বিরল সম্মান