উন্নয়নের জোয়ার বইছে ঢাকা শহরের পথে,
জীবিকার টানে ছুটছে মানুষ চড়ে কষ্টের রথে।
খালবিল-নদ পরাজিত হয় ঢাকার সাগর দেখে,
উন্নয়নের ডিজিটাল নেতা দুর্নীতি যায় রেখে।
নিম্ন আয়ের জনসাধারণ মরার আগেই মরছে,
ক্ষুধার আগুনে দাউদাউ জ্বলে অকালে পুষ্প ঝরছে।
কোমর পানিতে রিক্সা চালায় ক্ষুধার অনল পেটে,
উনুনে আগুন জ্বালায় নিত্য হাড়ভাঙা শ্রম খেটে।
যানবাহনের ভয়াল দৃশ্য দেখছি শহর মাঠে,
রাজপথে সব নৌকা চালায় বাস ষ্টেশন ঘাটে।
চাকরিজীবীরা যাচ্ছে অফিসে লম্বা সাঁতার দিয়ে,
উন্নয়নের রঙ্গশালায় ভোট চুরি করে নিয়ে।।
জলাবদ্ধতার প্রধানবাহক মাঝির নৌকা খানি,
মরু সাহারায় চলছে নৌকা গরিবের প্রাণহানি।
অট্টালিকাও যাচ্ছে তলিয়ে দুর্নীতি সৈকতে,
দেশের গলায় বিষফোঁড়া হয়ে মরছে মানুষ পথে।
উন্নয়নের গীত প্রশংসা তাদের বাজারে শুনি,
বন্যার জলে ডুবছে মানুষ দেখে না ঘাতক খুনি।
নিজের গলিতে বাঘ সেজে রয় নেড়িকুত্তার দল,
উন্নয়নের নাম ভেঙে করে দেশ বেচা কৌশল।
মাত্রাবৃত্তে ৬+৬+৬+২