ভিন্ন খোলসে আবৃত সব মানব জীবন খানি,
বিবিধ রূপের নাট্যশালায় অভিনয়ে টানে ঘানি।
কোথাও ফকির কোথাও উজির উপস্থাপক তিনি,
বিন্দু বীর্যে জীবন সৃষ্টি করে পাঠালেন যিনি।
মানুষে মানুষে কতই না মিল খুঁজি পৃথিবীর বুকে,
কেও জন্মায় সোনার চামচে কেউ গভীর অসুখে।
কারও জীবন ধূলোয় মোড়ানো অতীত বক্ষে লয়ে
অদ্ভুত কত আত্মকাহিনী আড়ালে তে যায় ক্ষয়ে।
কত নিষ্ঠুর জীবন কাহিনী মিল নেই কারো সাথে,
ভাঙাগড়ার-এ অঙ্ক মেলাতে নির্ঘুম থাকি রাতে।
কারো অন্তরে কষ্টের নদী মুখে ফোঁটে তবু হাসি,
দুখের প্রলেপ পড়েছে বিন্দু তার ঠোঁটে ক্লেশ রাশি।
রাত্রির সাথে কথপোকথনে মেলে না সদুত্তর,
নিশিচরা ওই ঝিঝির শব্দে মনে পড়ে একাত্তর।
ভিন্ন রকম মানুষের মাঝে একতায় ছিলো মিল,
কালো-ফর্সার ব্যবধান ভুলে স্বাধীনতা অনাবিল।
কৃষক-মজুর তারাও মানুষ অফিস চালায় সেও,
মুচি ও মেথর তারাও মানুষ ভিন্নতা খোঁজে কেউ।
ভিন্নতার-এ খোলস পরেছে মানুষের চোখজুড়ে,
অন্তরাত্মায় সবাই সমান দেখো হৃদয়ের নূরে।
((পর্তুগাল থেকে))