মাথামোটা শয়তানের দল, বানাবে মূর্তি ভাস্কর্য,
খামখেয়ালি কথা, কাজে, হচ্ছে মুসলিম আশ্চর্য।
একই শব্দের ভিন্নরূপ, যেমন ঘাড় গর্দান,
মূর্তি আর ভাস্কর্য একই, দেখছি নবীর নিশান।
নবী ইব্রাহীম ভাঙলো মূর্তি, ভুলেছে মূর্তি পূজারী,
মূর্তি ভাস্কর্য উৎখাত করে, খুলেছে চক্ষু দুয়ারি।
মূর্তিপূজার উত্তরসূরিরা, জেগেছে দেশে আবার,
কোটি টাকা পাথরে ঘষে, পায় না মানুষে খাবার।
জ্যান্ত মানুষ করছে হত্যা, খুনিদের নেই বিচার,
মূর্তিপূজার পাশে আইন, করছে শুধু শিষ্টাচার।
ঠোঁটে যাদের হকের বাণী, দেশোদ্রোহী বলে তাঁরে,
রাজাকারের দোশর করে, জঙ্গী শাস্তি চাপে ঘাড়ে।
শিরর্ক নিয়ে মেতেছে ভবে, ভুলেছে স্রষ্টার স্মরণ,
মুসলিম দেশে মূর্তিপূজায়, হচ্ছে অঘটন কারণ।
শিরক রোখার দায়িত্ব কী, শুধু আলেম সমাজের?
মৃত মানুষ পাথরে এঁকে, উন্নয় কী হবে রাজ্যের?
ইটপাথরের শিল্পকর্মে, না রয় যদি জ্যান্ত প্রাণ,
জড় পাথরে মাথা ফাটিয়ে, করছে কেন জয়গান।
চামচামি তেলবাজদের, দেখছি ভবে ভিন্নরূপ,
শিরক রুখতে জাগো সবে, থেকোনা ঘরে চুপ।