মাদ্রাসার ঐ গ্রন্থ পৃষ্ঠে
হচ্ছে উর্দু চাষ,
বীর বাঙ্গালি বাংলা পেতে
রক্তে হল গ্রাস।
তবুও কেন রক্তের ফাঁকে
উর্দু বীজ গজে,
আরবি শিক্ষার মাঝে ওরা
উর্দু চাষ করে।
বাংলা ভাষা ওদের কাছে
রইল আজও দাষ।
উর্দু চাষী আজও কেনো
বাংলায় করে বাস।
কোমলমতি উর্বর ব্রেনে
করছে উর্দু দখল,
উর্দু শিক্ষতে কুশোর হলে
পিঠের ওঠে বাকল।
বাধ্যগতায় সিক্ত আজও
উর্দু কেন বাংলায়,
মাদ্রাসার ঐ প্রধান পুতুল
ভক্ত পাক চামড়ায়।
বাংলা থেকে উর্দু বীজ
করতে হবে শৌধন,
নয়লে বাঙ্গালি উর্দু থেকে
পাবেনা উত্তরণ।
রাষ্ট্র নেতার কাছে করি
আকুল আবেদন,
মাদ্রসা থেকে উর্দু গ্রন্থ
করুন অপসারন।