তাওহীদ সৈনিক/ দেখেছি ভবে এক/
বঙ্গ রাজ্যের/ সবুজ গাঁয়,
স্রষ্টার সম্মান/করেছে যে মুকুট/
মওলা নাম হৃদ/ পাতায় ঠায়।

যৌবনকাল ক্ষয়/কালেমা পতাকায়/
তাওহীদের চাই/জগত জয়,
মস্তক কর্তন/ করে যদি অসুর/
জাগবে শত্রুর/ বিশাল ভয়।

মুসলিম হিম্মত/ দেখেছি চোখে তার/
অগ্নিফুল হয়/কথার ঝাঁঝ,
শত্রুর সৈকত/ শুকিয়ে চিরকাল/
করতে চাই এক / প্রভুর রাজ।

নিশ্বাসপ্রশ্বাস/ ইবাদতে বিভোর/
বক্ষ পিঞ্জর / খোদার দান,
নৈসর্গিক সুর/ হৃদয়ে ছুঁয়ে যায়/
স্রষ্টা মওলার/কিতাব শান।

সম্মান অর্জন/ করেছে চেতামন/
স্বপ্ন ভান্ডার/ জয়ের শায়,
অন্তর আত্মায়/ করেছি ফরিয়াদ/
বিন্দু পাপ আর/ না রয় গায়।

মৃত্যুর বন্যায়/ করে না মৃদুভয়/
মনটা নিষ্পাপ/ সবার হোক,
শত্রুর বন্দুক/ দাঁড়ালে রুখে সব/
মওলা চাইলেই/ আসুক শোক।

ধিন ধিন ধিন ধিন/ তা তা তা তা তা ধিন/
ধিন তা ধিন ধিন/ তা ধিন ধিন