কোন কাজ শুরু করো বলে বিসমিল্লাহ,
বিদায়ের সময় পড় ফি- আমানিল্লাহ।
উদ্দেশ্য কোন কাজে বল ইনশা'আল্লাহ্,
প্রশংসা বহিঃপ্রকাশ বল মাশা'অাল্লাহ্।
বিস্ময়কর দেখিলে কিছু বল সুবহানআল্লাহ,
ধন্যবাদ জ্ঞাপনে বলো যা-জাকাল্লাহ।
কষ্ট ও যন্ত্রনা সময় পড় সবে ইয়া আল্লাহ,
অপ্রীতিকর দেখলে কিছু বল নাওযুবিল্লাহ।
ঘুম থেকে জেগে বলো লা-ইলাহা-ইল্লাহ,
সমস্যা দেখা দিলে তাওয়াক্কালতু আল্লাহ।
শপথ নেবার সময় পড় সবে ওয়াল্লাহি বিল্লাহ,
জিজ্ঞাসা জবাবে বলো সবে আলমদু লিল্লাহ।
অন্যকেউ হাছি দিলে পড় সবে ইয়ারহামুকাল্লাহ।
পাপ অনুশোচনায় পড় সবে আশতাগফিরুল্লাহ,
আনান্দদায়ক কিছু দেখলে পড় ফাতাবাকাল্লাহ।
কাউকে ভালোবাসলে বলো সবে লি-হুকিবল্লাহ,
পরউপকারের সময় পড় সবে ফি-সাবিলিল্লাহ।
প্রার্থনায় অংশগ্রহণ শেষে বলিও সবে আমীন,
মৃত্যু সংবাদে বল ইন্না-লিল্লাহি -ওয়া- ইন্নাইলাহি
রাজিউন।