ষড়ঋতুর পাখায় উড়ে এলো শরৎকাল,
নীল-গগনে পরীর নায়ে তুলেছে শ্বেত পাল।
এ ঘাট হতে ও ঘাটে যায় রূপের নাও ঠেলে,
সাদাশাড়ির আঁচল ছুঁয়ে সমীর যায় খেলে।
জোয়ার এলো কাশবনেতে পুলকিত শাখায়,
সতেজ বায়ু অঙ্গে মেখে উড়ে পরী পাখায়।
পরীর দেহে কাশের শাড়ি যেনো শুভ্র ফুল,
সোনাবরণ কানের পাতে ঝুমকো জবা দুল।
ফুল-বাগিচা সুবাস ছাড়ে মিষ্টি আলো মেখে,
মৌ-রানীরা গান ধরেছে ঠোঁটে পরাগ রেখে।
আধো বৃষ্টি আধো রৌদ্র শরৎকালের মাসে,
ঝিলের জলে শাপলা দুলে মিষ্টি করে হাসে।
ঝরা ফুলের শিউলি মালা শিশুর গলে পরা,
মাধবীলতা ফুলের বাগে আঁখি পড়েছে ধরা।
কৃষক চাচা শেয়াল ভেজা আধো বৃষ্টি হতে।
মাঠের পাড়ে সুনীল দিঘি সবুজের সৈকতে,
পুকুর পাড়ে গাছের ঠোঁটে পাকা তালের ঘ্রাণ
তালের ডালে বাদুর বসে খেয়ে বাঁচায় প্রাণ।
সবুজ বাগে বৃক্ষরাজি সেজেছে নব সাজে,
মন হারিয়ে শরৎ রূপে, খুঁজি ঋতুর ভাজে।