জঙ্গী নামে মুসলিম নিধন
চলছে বাংলাদেশে,
মুসলিম রাষ্ট্রে মুসলিম জিম্মি
করছে ছদ্মবেশে।
দেখলে লেবাস দাড়ি টুপি
আল্লাহওয়ালা স্বভাব,
জেলের কাষ্টে টানায় ঘানি
ষড়যন্ত্রের প্রভাব।
পথপ্রদর্শক আলেম হলে
"রাজাকার" দেয় ভূষণ,
মুসলিম ঐক্য করতে চৌচির
ঈমান করে দূষণ।
নারীজাতি করলে আলাপ
হাদিস কোরআন খুলে,
অপবাদের কাটার মালা
দিচ্ছে গলে তুলে।
আইন কানুন টাকায় কেনা
কি হয় বিধান খুলে?
হাক্কানী সব আলেম দেখলে
চড়াই ফাঁসির শূলে।
ষড়যন্ত্রের নীল নকশাতে
বন্দি মুসলিম বাসী,
মুসলিম কাশে উঠছে জমে
রক্তের ভেলা ভাসি।
ইন্ধন যোগায় কর্তা মশাই
নিধন কর্ম কালে,
দূষণ রক্ত শিরায় গজরায়
আঁতুড় ঘরের থালে।
মুসলিম ধর্মে এলার্জি ওর
অন্য ধর্মে খুশি,
নাস্তিক গোষ্ঠী নিচ্ছে বুকে
আস্তিক নাকে ঘুশি।
মুসলিম ঐক্য গুড়িয়ে দিতে
করছে ষড়যন্ত্র,
ঢেলা দিয়ে ঢেলা ভাঙছে
এটাই তো ফোঁসমন্ত্র।
ষড়যন্ত্রের জাল ছিড়িতে
লাগবে বুকে হিম্মৎ,
নইলে মুসলিম রক্ত দিয়ে
ভরবে মহা সৈকত।
রুখে দাঁড়াও মুসলিম জাতি
উত্তরণের দিশায়,
জীবন যৌবন লিখে দিয়ো
স্রষ্টা প্রেমের নিশায়।
(স্বরবৃত্ত ছন্দ)