সংকীর্ণ জীবন (নওশাদ আলম)
-----------------------------------------------
জীবনের চতুর্দিকে আকাঙ্খার গ্রহ,
খরচের আবর্তনে কক্ষহীনে দ্রোহ।
অর্থ ও শ্রমের আলে জ্বলে গ্রহ প্রাণ,
সংসারের রঙ্গমঞ্চে স্বামী গায় গান।
বিন্দুমাত্র হলে স্থির আলো চলাচল,
হুলস্থল পড়ে ঘরে কচুরশাকে ঝোল।
রাতের আকাশে সূর্য, জ্বালে সহধর্মী,
ফাসড় বেঁধে মাজায় সাজে বড় কর্মী।
নিছক জীনব রেখা এঁকেছে বিধাতা,
মেলে না সমীকরণ জিরো ভরা খাতা।
জীবনের দ্রাঘিমাংশে শিলাস্তর ভরা,
সুখ-দুখ গুড়া বালি সাহারায় খরা।
বিবেকের যাঁতাকলে নিষ্প্রাণ শরীর,
ভাবনার গভীরত্বে ডুবে মরে বীর।
সময়ের আবর্তনে বাঁচে কোন মতে,
অন্তরেতে সুর মরে দুখের সৈকতে।
কালফনি ধুমকেতু আঘাতে প্রলয়,
অসংকীর্ণ জীবনের এই অনুনয়।
অক্ষরবৃত্ত ৮+৬