সোনালি রবি
(নওশাদ আলম)
অক্ষরবৃত্ত ৮+৬
মনের কলম দিয়ে, আঁকি যার ছবি,
ঘাসের শিশির ছুঁয়ে ওঠে সেই রবি।
সোনালি বদন মাখা উড্ডয়ন কালে,
কুহুতানে মাতোয়ারা তৃণমূল ডালে।
ধানগাছ সুসজ্জিত, শিশির কণায়,
তরুদ্যান আলোজলে ভাজে মহনায়।
রোদছায়া লুকোচুরি ধানক্ষেত জুড়ে,
মৃদু বায়ু ঢেউ তুলে মিহিতানে ওড়ে।
ঘাসফড়িঙ লাফিয়ে করে আহরণ,
সোনালি রবির আঁচে জাগে শিহরণ।
পুলকিত রূপে হারি আমার এ আঁখি,
গ্রিলের ফুটো কিরণ তুলে দেয় ডাকি।
ঘুমঘুম আঁখিপাতে দুরন্তের ছোঁয়া,
মৃত্তিকা করে নাচন মাথা করে নুয়া।
প্রকৃতির মাঝে ভাসে বিশুদ্ধ সমীর,
নীলাভ গগনজুড়ে আলোর সে হির।
আলোর কণায় স্নান করে এই ধরা,
মাথার উপরে এলে পড়ে তপ্ত খরা।
দেখি চঞ্চল মননে ক্লান্তির আবির,
গোধূলির ছায়া রোদে ঘুরে দেয় তীর।
রঙিন আভায় ভরে ওঠেছে এ কাশ
মন চাই ছুঁয়ে দেখি গিয়ে তাঁর পাশ।
পৃথিবীর সব আলো তার পেটে ভরা,
সে আলোয় আলোকিত এই মহাধরা।