সম্ভ্রম হরণ হয়, জগতময় সর্বক্ষণ,
অমন ক্ষত জগৎ,জনম অধপতন,
পথভ্রষ্ট জন্তুদল,হয় নরক জংশন!
হৃদয়স্থল জঙ্গল,ধ্বংস প্রলয় চয়ন।
তছনছ কর সব, ক্ষতময় ও হৃদয়,
অসৎ বন্ধন পথ, বর্জন এ মন জয়।
সম্ভ্রম এ কসরত,সর্প উলঙ্গ দংশন!
জলন্ত অনল খণ্ড, অনটন সংশয়।
সকল রাজ্য করব, ধর্ষণ মনন রদ,
রাষ্ট্র গগন তল-এ, ধর্ষকই হরকত।
অন্নকষ্ট সঙ্গ সয়,ভয়-কষ্ট অদর্শন।
উত্তরণ'ই মঙ্গল,-- সম্ভ্রম হরণ পথ।