যাচ্ছে সময় হেলাফেলায়,
মূল্যবান এই দামি বেলায়।
নিথর সন্ধ্যা ঝুপসে এলে,
দেবে তখন আমায় ফেলে।
জীবন জন্তুর প্রতি শ্বাসে,
অপচয় ঢেউ নিত্য ভাসে।
ঘোর অন্ধকার আমাবস্যা,
ঐ কবরে আমল ব্যবসা।
ধূ-ধূ পাহাড় হৃদয় পিঞ্জর,
তপ্ত বালুর শুনবো গুঞ্জর।
বিবিধ সময় করছি ক্ষতি,
অন্ধ করে নিজের জ্যোতি
অনুতপ্তের সময় টুক-পার,
জীবন তরী হবে ছারখার।
আনন্দ আর ঠাট্টা শালায়,
কত সময় দৌঁড়ে পালায়।
রাখিনা তার বিষদ খবর,
খারাপ সময় আসবে যবর
ক্ষণে ক্ষণে জীবন ক্ষতো,
হওনি কেনো কর্মে নতো।।