স্বদেশ মায়ের কোল খুঁজি প্রতিদিন,
আঁধার যামিনী দেখি হয়ে পরাধীন।
হৃদয় পাজরে ঠাসা স্বদেশের মায়া,
সবুজ-শ্যামল শাখে জননীর ছায়া।

হাতছানি দিয়ে ডাকে ফসলের মাঠে
গোধূলির রঙ মেখে নাও ভেড়ে ঘাটে
আঁকাবাঁকা নদীনালা জননীর বুকে,
নিরবধি ঢেউ তোলে সোভা বাড়ে সুখে

সময়ের স্রোতে ভেসে দিল্লি এসেছি,
স্বদেশের মায়াস্তূপে নিরবে ভেসেছি।
অদৃশ্য সমীরণে --- সাড়া দিই রোজ,
স্বপ্নের পিছু নিয়ে পাইনি তো খোঁজ।

সভ্যতায় কাদা মাখা এই পরদেশে,
সম্ভ্রমে নেই লাজ দেখি আমি শেষে
বিকৃত চালচলন- ছেলে মেয়ে সবে,
ভুল প্রথা ঘর ছেড়ে বের হবে কবে?

সাবলীল শালীনতা হাজার ও দামী,
মূর্খের দেশ তটে--- পায় না সুনামি।
শ্রদ্ধার পুঁজি নিয়ে ফিরে যায় দেশে,
জননীর বুকে যেনো সন্তানবেশে।।।
মাত্রাবৃত্তে