বাঁধার প্রাচীর তচনছ করে রুখে দাঁড়াও হে বীর,
ন্যায়ের পথে কুরবান করো নিজের জীবন শির।
সিংহ পুরুষ গর্জন হাঁকো রণক্ষেত্রের মাঠে,
কাপুরুষ সব ইঁদুর হয়ে ডুববে ভয়ের ঘাটে।
শত্রুর বুকে সৃষ্টি করো আগ্নেয়গিরির লাভা,
সিংহ বীরের ঠুনকো ঠুকা ভাববে বাঘের থাবা।
মুসলিম হয় বীরের জাতি কোণঠাসা হয় কাফির,
মৃত্যুকে রোজ বরণ করতে প্রস্তুত যে মুসাফির।
ডাক এসেছে জিহাদ করার হউ যদি তুমি মুমিন,
তেল-বাজি সব জাত গুঁড়িয়ে মুক্ত করো জমিন।
ভাবছে ওরা পড়ছে খরা সিংহ বীরের মাঠে,
রাত্রি শেষে ঊষার কোণে সূর্য জ্বলবে পাটে।
অদম্য বীর সিংহ পুরুষ মুসলিম নওজোয়ান,
আল্লাহ ছাড়া কাউকে মানে না হোক না জীবন শ্মশান।
হাক দে ওরে বিশ্ব নিখিলে মুসলিম চেতা সমাজ,
পায়ের ধূলো মাথায় উঠে করছে বিশ্বে অকাজ।
নীরব থাকার সময় এখন নইতো মুসলিম জাতির,
সিংহ পুরুষ হুংকার তুলে করো শত্রুু খাতির।
তোর বুকে রয় জগৎ বিশ্বের মহান প্রভুর কুরআন,
ছিঁড়ে তচনছ করে দে ওরে মানব রচিত সংবিধান।
পত্ পত্ করে উড়া বিশ্বে আল-কুরআনের নিশান,
মুসলিম জাতি সজাগ হয়ে তাজা করো ঈমান।