সবুজ-শ্যামল গাঁও,
নব-বধূর নাইয়োর আসা
পাল তোলা ঐ নাও।
ভালোবাসি দেখতে আমি
গ্রাম-বাংলার সব,
নিপুণ হাতে সবুজ মেলা
এঁকেছেন ঐ রব।
ভালোবাসি বর্ষাকালে
ফোঁটা কদম ফুল,
একাকার ঐ বর্ষাকালে
নদের চতুর কূল।
ভালো লাগে প্রান্ত বেলা
বৃষ্টি ভেজা ক্ষণ,
কৃষক মামা যাচ্ছে মাঠে
দেখতে ফসল ধন।
ভালো লাগে নদের বুকে
পাল তোলা ওই নাউ,
জলে ভেজায় নব বধুর
আলতা রাঙা পাও।
ভালো লাগে লাল-সবুজে
রাঙা বাংলা দেশ,
চতুকূলে গুনান্নীত
হয়না বলে শেষ।
এই আমাদের বাংলাদেশ।।।