সবুজের বাগজুড়ে লাল নীল ফুল,
মাচানের কানে দোলে কত ফলমূল।
মৌমাছি উড়ে উড়ে মধু চেটে খায়,
লাজে রাঙা ফুলগুলো গন্ধ বিলায়।
শিশিরের জলে স্নান করে হুরপরী,
সবুজের বাগচাটে আলো অপ্সরী।
থরে থরে খোপ কাটা শস্যের ভুমি,
মন প্রাণ দিয়ে যেন করি তারে চুমি।
অপরূপ নীলাভুমি সবুজের মাঠে,
মন উড়ে যায় ভেসে শস্যের ঘাঁটে।
শস্যের ছায়া তলে খরগোশ ছানা,
গর্তের পাশে বসে খাই চিকে দানা।
মাতা বসে ছানা পাশে মুগ্ধতা মেলে,
অপূর্ব রূপ ডালি খোদা দেয় ঢেলে।
গোধূলির আবরণ ঝিকিমিকি করে,
তটিনীর জলস্রোত ঢেউ নুয়ে পড়ে।
মিহিতানে সুর তোলে শস্যের ঝাঁকে,
মন ভরে রূপ দেখে সবুজের বাঁকে।
ফসলের মুখে দেখি পুষ্পের হাসি,
জগতের রূপরস ফোটে ফুলে রাশি।
সবুজের মাঠ দেখে মনে মনে ভাবী,
রংতুলির রঙে আঁকা শিল্পির দাবী।
নির্মল হাতে আঁকা নিদারুণ ছবি,
স্রষ্টার প্রেম পেলে হবো আমি কবি।
===========০২/০২/২০১৯ইং