যে স্বাধীনতার মর্যাদা খুঁজে, পায়নি স্বাধীন দেশে,
রক্তের দামে স্বাধীনতা কিনে আছি পরাধিন বেশে।
বিথা গেলো সেই রক্তের নদী, শহীদ ভায়ের প্রাণ,
নব একাত্তর আহাজারি নিয়ে দেশে উড়ায় নিশান।
স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি মায়ের চক্ষুজলে,
মায়াভরা মুখ হয়েছে সাহারা হায়েনার যাতাকলে।
সম্ভ্রম দিয়ে স্বাধীনতা কিনে বাঁচতে বেঁধেছিল বুক,
নব উত্থানে স্বাধীন রাজ্যে ভাগ্যে জুটেছে অসুখ।
অনেক প্রশ্ন ঘোরপাক খায়, আমার মাথার তারে,
স্বাধীনতা কিনে কী লাভ পেলাম ঢোকেনা মুণ্ড ভাঁড়ে।
স্বাধীন দেশের মর্যাদা খুঁজে ঘুরি পথে পথে রোজ,
ক্ষমতার টুলে দেশোদ্রোহীরা 'মর্যাদা' করে ভোজ।
সব মর্যাদা হয়েছে আহার বিচার দিই কার কাছে?
দুর্নীতি গেঁড় গজগজ করে নেতা রসুনের পাছে।
স্বাধীনতার ও দিয়েছে কবর আমজনতার গোরে,
চোখের পানিতে কবর ভিজায় জনগণ রোজ ভোরে।
স্বাধিকার শোকে ব্যথিত জীবন কাটায় বঙ্গবাসী,
অরাজকতার আড়ৎ খুলেছে নেতারা সর্বনাশী।
প্রশ্নের ফেরি কাঁধে নিয়ে আমি ঘুরছি তেপান্তরে,
জবাবের সেই উদিত সূর্য আসবে কখন দোরে?
গৌরবময় স্বাধীনতা পেতে উৎপেতে আছি দেশে,
মর্যাদাটুকু রাখবে সবাই দেশপ্রেমিকের বেশে।
সব অধিকার অক্ষুত রবে দেশ নেতাদের তরে,
শান্তির বায়ু পত্ পত্ করে উড়বে সকল ঘরে।।