স্বাধীনতা খুঁজি দিগন্তজুড়া বাংলার ইতিহাসে,
স্বাধীনতা খুঁজি একাত্তরের শহীদের মৃতু লাশে।
স্বাধীনতা খুঁজি সম্ভ্রমহারা মায়ের নেত্রজলে।
স্বাধীনতা খুঁজি রণাঙ্গনের যুদ্ধের দাবানলে।
স্বাধীনতা খুঁজি সন্তানহারা মায়ের চোখের তটে,
স্বাধীনতা খুঁজি বুদ্ধিজীবীর ধবল মাথার ঘটে।
স্বাধীনতা খুঁজি নজরুলেরই বিদ্রোহী কবিতায়,
স্বাধীনতা খুঁজি পল্লি কবির শ্যামল দিঘির গাঁয়।
স্বাধীনতা খুঁজি শেখ মুজিবের বজ্রকণ্ঠস্বরে,
স্বাধীনতা খুঁজি শহীদ জিয়ার ধানের শীষের স্তরে।

স্বাধীনতা খুঁজি শেখ হাসিনার নৌকা প্রতীক পালে,
স্বাধীনতা খুঁজি খালেদা জিয়ার ক্ষমতায়নের কালে।
স্বাধীনতা খুঁজি কালুরঘাটের বেতার কেন্দ্র হলে,
স্বাধীনতা খুঁজি কোর্টকাচারে জজের আঙুল নলে।
স্বাধীনতা খুঁজি শহর-নগর দালানকোঠার সারে,
স্বাধীনতা খুঁজি সত্যবাদীর হাত ও মুখের ধারে।
স্বাধীনতা খুঁজি সংখ্যালঘুর বাক প্রকাশের দেলে।
স্বাধীনতা খুঁজি আল্লাওয়ালা মাওলানাদের জেলে
স্বাধীনতা খুঁজি সারাবিশ্বের মানবাধিকার সংঘে,
স্বাধীনতা খুঁজি তীক্ষ্ম নজরে আমার সোনার বঙ্গে।

স্বাধীনতা খুঁজি তাওহীদের বাণী বাস্তবায়ন মাঝে,
স্বাধীনতা খুঁজি ঈমামগণের খুৎবা বইয়ের ভাঁজে।
স্বাধীনতা খুঁজি থানাপুলিশের অভিযুক্তের পাতে,
স্বাধীনতা খুঁজি বেকার ছেলের কর্মনিয়োগ খাতে।
স্বাধীনতা খুঁজি স্বাধীন দেশের অধিকারহীন দ্বারে,
স্বাধীনতা খুঁজি সারা বাংলায় দারিদ্রে ক্ষত তারে।
স্বাধীনতা খুঁজি আল-কুরআন, তাফসীরের মাঠে,
স্বাধীনতা খুঁজি হাক্কানি সব মাওলানাদের পাঠে।
স্বাধীনতা খুঁজি স্বদেশ ভূমিতে সত্য ন্যায়ের কাজে,
স্বাধীনতা খুঁজি সংবিধানের বাস্তবায়ন ভাঁজে।

স্বাধীনতা খুঁজি নির্বাচনের ভোট প্রয়োগের সিলে,
স্বাধীনতা খুঁজি প্রতি বাঙালির নৈতিকতার দিলে।
(মাত্রাবৃত্তে)