রক্তকালিতে এঁকেছে যোদ্ধা মানচিত্রের নকশা,
একাত্তরের দিনগুলো দেখি বিবর্ণতায় ভ্যাপসা।
বোন-ভগ্নির সম্ভ্রমে কেনা বাংলাদেশের মুকুট,
স্বাধীনতা মান রাখতে রাষ্ট্রে রয়েছে বাঙালি অটুট।

লাল-সবুজের সোনার বাংলা এঁকেছি হৃদয় খাতায়,
ফসলের মাঠে কোকিলের গান দেখেছি বঙ্গ শাখায়।
উৎপেতে থাকা শেয়াল শকুন হানে যদি কভু আঘাত,
একাত্তরের চেতনায় ফিরে করবো তাদের নিপাত।

ধ্বংস খেলায় মেতেছে শত্রু জাতির ভালো চায় না,
হিংস্র থেকে হিংস্র তারা মানুষ রূপের হায়েনা।
গোধূলি বিকেল ঝিলিমিলি হাসে মেখে সন্ধার কিরণ
উচাটন মন দাগ কেটে যায় দেখলে বীরের মরণ।

জবর দখল করতে আসলে মায়ের মুখের বর্ণ,
রাজপথে ফের নামবে যুবক রাখতে ভাষার স্বর্ণ।
রণ সাজ সেজে রুখবো শত্রু জানোয়ার হোক কঠিন,
স্বদেশ মাতার রনাঙ্গণের আনবো আমরা সুদিন।

অদম্য সব বীর সৈনিক উড়াবে স্বাধীন নিশান,
রক্ত নদীতে শরীর ভাসিয়ে দেখাবো সূক্ষ্ম প্রমাণ।
আসলে কখনো দুর্গম রাত হবো অবাধ্য সৈন্য,
অশুভ শক্তি করবো নিপাত জাতিকে করবো ধন্য।