দেশের কথা ভাববো না আর রসাতলে দিকনা ডুব,
মাথার চুলে পাক ধরেছে -- দেশের কথা ভেবে খুব।
পাতি নেতা এম'পি হচ্ছে -- মন্ত্রী হচ্ছে ডাকাত ভাই,
ত্রাণচুরিতে রেকর্ড করে চেয়ারম্যানের জবাব নাই।

চিকিৎসাখাত জরাজীর্ণ হাসপাতালের করুণ হাল,
চোরেচোরে মাস-তুতো ভাই সবকিছুতে করে জাল।
ধরা খেলে র্র্যাবের হাতে চোর ডাকাতের সিন্ডিকেট,
অস্বীকারের আতর ছিটায় প্রধান নেতা কেন্ডিডেট।

সেলফি দলিল হাজার প্রমান চোর গেরস্ত একসাথে
চোরের হাতে ঢের ক্ষমতা দেখি সেলফির সব পাতে।
দেশের কথা ভাববো না আর রসাতলে যাক না ঢের,
পর-দেশে বাস, স্বপ্ন দেখো --বাংলাদের মানুষ ফের।

উন্নয়নের মন্ত্র পড়ে ----- ---- রাজস্ব খাত করছে লুট,
ঋনের পাহাড় আকাশচুম্বী,ছেঁড়ছে ওরা দেশের খুট।
শিক্ষাখাতে দুর্নীতির চাষ ----টাকায় বিক্রি হয় সনদ,
মিথ্যা বুলির খই ভেজে রোজ চিবিয়ে খায় তাড়িমদ।

রাঘববোয়াল মদদ যোগায় নেইত তাদের কোনভয়।
দুর্নীতিতে নোবেল দিলে - প্রতি বছর'ই করতো জয়।
দেশকে নিয়ে ভাববে কবে---পার্লামেন্টের প্রতিজন?
নইতো দেশের ভাগ্যকাশে - আসবে চেপে সন্ধাক্ষণ।

সুশীল দেশের স্বপ্ন এঁকে কিনার পায় না গরিব জন,
সকল আসা করছে বিলীন-- স্বৈরাচারীর দুই নয়ন।
গুমড়ে কাঁদে গরিব-স্বজন স্বাধীন নামের দেশঘরে,
দেশটা গেলে রসাতলে বুঝবে মানুষ-----প্রতি থরে।
:::স্বরবৃত্তে::::::::