প্রেম পিরীতির বাজার গরম সভ্যতার এ মোড়ে,
যুবক-যুবতী প্রেমের নেশায় হরহামেশায় ঘোরে।
হৃদয় বিক্রি চলছে এখন ---নারি পুরুষের মাঝে,
সকাল-বিকাল প্রেম-মার্কেটে ব্যস্ত সদাই কাজে।

সদ্ব্য পিরীত গিয়েছে বিলেতে এতিম হয়েছে ধরা,
আদর্শবান সমাজ রাষ্ট্রে ---- পড়েছে ভীষণ খরা।
পিরীতির নামে কপোত কপোতী অন্তরঙ্গ মেলে,
দুইদিন পরে দ্বন্দ্ব পাকিয়ে জ্বলছে বেগুন তেলে।

পিরীতির হাটে মন বিনিময় পরকীয়া হয় কতো,
লেনাদেনা করে মনের স্বপ্ন সমাজটা করে ক্ষত।
জন্মদাত্রী ফেলে সন্তান --ভেসেছে প্রেমের বানে,
নিথর হচ্ছে কত না যুগল পিরীতি দড়ির --টানে।

শহর-নগর প্রকৃতির মাঝে --পিরীতির হাট বসে,
লাজ-লজ্জার দিয়েছে কবর ইজ্জত যায় ধসে।
পিতামাতা প্রতি রাখেনা ভরসা সন্তান নয় তারা,
প্রেম বাজারে সঁপে দিয়ে মন হারায় দুকূল ধারা।

দুধের সন্তান ছুঁড়ে দিয়ে যারা পরকীয়ায় দেয় সাড়া,
সবুজ বাগানে আগুন লাগিয়ে করছে মরু সাহারা।
পিরীতির ঘুণ যুবসমাজকে কুঁড়েকুঁড়ে খায় রোজ,
অভিভাবকদের বলে যায় আজ রেখ সন্তান খোঁজ।

প্রেম-পিরীতির উগ্রবাজারে করোনা নিজকে পণ্য,
ভরসা রাখবে পিতামাতা প্রতি হবে তুমি সদা ধন্য।
মাত্রাবৃত্তে ৬ চালে।