আমি বাংলায় কথা বলি
বাংলা আমার প্রাণ,
অামি বাংলায় লেখি কাব্য
বাংলায় গাহি গান।
বাংলায় নাচি বাংলায় হাসি
বাংলায় দেখি বিশ্ব,
ভাষার জন্য জীবন দিলো
বিরল এমন দৃশ্য।
বাংলায় বাঁচে রফিক শফিক
বাংলায় বাঁচে জব্বার,
বাংলার আসন আমার বুকে
খুলে দেখো হৃদ দ্বার।
বাংলায় খেলি বাংলায় চলি
বাংলায় দেখি মা'কে,
বাংলার ফোঁটে পুষ্প-কলি
বাংলাদেশের বাঁকে।
বাংলায় আমি উল্লাস করি
বাংলায় করি গর্ব,
বাংলা আমার বাক প্রকাশের
প্রথম সুরুজ স্বর্গ।
বাংলায় মেলে বোনের স্নেহ
বাংলায় দেখি স্বপন,
বাংলার চারা এই হৃদয়ে
করেছি যে রোপণ।
বাংলায় দেখি শিশির কণা
মেলে দুটি আঁখি,
বাংলায় উড়ে পাখ-পাখালী
বাংলায় তারে ডাকি।
বাংলায় আমি ভালোবাসি
বাংলাতে নিই শ্বাস,
বাংলা আমার এই জীবনটা
করেছে সব গ্রাস।
→→→→→→→→→→