খুন ও ধর্ষণ রক্ত হোলি
চলছে বঙ্গ দেশে,
অত্যাচারী চলছে হেঁসে
সততায়'ইর বেশে।
মাদ্রাসার ঐ ছাত্রী রক্তে
আতংকিত সমাজ,
সোনার বাংলায় একি দেখি
অস্ত্রধারীর বাহাজ।
ডিবির হাতে সাংবাদিকে-
পায়না বঙ্গে রেহাই,
পুলিশ হয়ে চাঁদা নিচ্ছে
ওরা নেতার বেয়ায়।
টিভি চ্যানেল জিম্মি করে
রাখে নলের ডগায়,
মরার উপর খারার খোঁচা
দিচ্ছে জাতির হুগায়।
জনগনের বন্ধু নাকি
শুনতাম আগে পুলিশ,
পুলিশ এখন বড় গুন্ডা
সবাই কে তুই বুলিশ
দেশের যারা হর্তাকর্তা
সব কি বধির অন্ধ,?
এমন দৃশ্য দেখেও কেন
করে না নাটক বন্ধ।
সবাই আছে স্বার্থ নিয়ে
কেউ বা পিতার বিচার,
এমন চাপে থাকলে দেশটা
হবে শুটকি আচার।
দেশের ভালো চাই না ওরা
নিজের পকেট ভরে,
পিতার খুনির সাথে সন্ধি
করছে নিজের ঘরে।
দেশের ভালো চাইবে যারা
তারাই হবে জঙ্গি,
কেওবা ফাঁসি কাষ্টে ঝোলে
কেওবা জেলের সঙ্গি।